ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের কুম্ভমেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৫, ২৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের উত্তর প্রদেশে মহা কুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ধর্মীয় উৎসবগুলোতে জনসমাগমের সময় মৃত্যুর ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া অনেক মানুষের অংশগ্রহণের কারণে এ রকম ঘটনার রেকর্ড আগেই ছিল কুম্ভ মেলায়।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, সকালের দিকে ৪০টি মৃতদেহ মর্গে আনা হয়েছিল। রয়টার্সের একজন সংবাদকর্মী মর্গের ভেতরে ৩৯টি মৃতদেহ গণনা করেছেন।

পুলিশের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মৃত ৪০ জনের ৩৯ জনই পদদলিত হয়ে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আমাদের এখানে প্রায় ৪০টি মৃতদেহ রয়েছে। আরও মৃতদেহ আসছে। আমরা সেগুলিও সরিয়ে নিয়ে যাচ্ছি। একে একে পরিবারের কাছে হস্তান্তর করছি।

স্থানীয় সরকারি কর্মকর্তা আশঙ্কা রানা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) সংবাদ সংস্থাকে জানান, ভিড় নিয়ন্ত্রণের ব্যারিকেড ভেঙে যাওয়ায় পদপিষ্ট হওয়ার ঘটনাটি ঘটে।

এর আগে, ১৯৫৪ সালে কুম্ভ মেলা চলাকালে পদপিষ্ট বা ডুবে চার শতাধিক লোকের মৃত্যু হয়েছিল। ২০১৩ সালে কুম্ভ মেলায় ৩৬ জন পদপিষ্ট হয়ে মারা যান।

এসএস///


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি